মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে পৌর শহরে সভা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এক গণ সমাবেশ আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আলামিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আলামিন হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াসাত করিম নয়ন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।