জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলীর উদ্যোগে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিলের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর হয়ে ওঠে। বিজয় উল্লাস ও স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো উল্লাপাড়া শহর।