৫ আগস্ট, ২০২৫

মাদারগঞ্জে চরাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নে সূধী সমাবেশ

মাদারগঞ্জে চরাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নে সূধী সমাবেশ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চল মানুষের জীবন মানোন্নয়ন ও মেলান্দহের নাংলা বাঁধের মাথায় ব্রিজ নির্মান প্রয়োজনে সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৫টায় নাংলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

ঐ সূধি সমাবেশের সভাপতিত্ব করেন-বিশিষ্ট সমাজসেবক আ: ছালাম এর সভাপডতত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. ইহসানুল হক।
এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, প্রিন্সিপাল মাও. নূরুল আমিন, স্বরকলার সম্পাদক এ.কে.এম. জাকিরুল হক মিন্টু, হলি মিশন

শিক্ষা স্কুলের পরিচালক আবু সাইদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-মানবাধিকার কর্মী শাহ জামাল, ব্রাইট ফিউচার স্কুলের পরিচালক মনির হোসেন বন্যা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রসুল মাহমুদ, বণিক সমিতির সভাপতি শাহীন রহমান, গাবের গ্রাম বাজার বণিক সমিতির সভাপতি তারা মন্ডল এবং শিক্ষার্থী রাসেল হাসান প্রমুখ।