জামালপুরের মেলান্দহ উপজেলার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আব্দুস সামাদ হাজরাবাড়ি পৌরসভার বীর আদিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজণিত রোগে ভোগছিলেন। ৩ আগস্ট দুপুরে জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪ আগস্ট সকাল ৯টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।