১৯ জুন, ২০২৩

উল্লাপাড়ায় ইউপি সচিবকে লাঞ্ছনার অভিযোগ

উল্লাপাড়ায় ইউপি সচিবকে লাঞ্ছনার অভিযোগ

উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলীর বিরুদ্ধে জন সম্মুখে লাঞ্ছনার অভিযোগ এনেছেন এই পরিষদের সচিব হেলাল উদ্দিন। রোববার দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

তবে চেয়ারম্যান বলছেন সচিবের হাতে তিনিই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ভিজিএফ এর চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া স্লিপ সংরক্ষন নিয়ে সচিব ও চেয়ারম্যানের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয় বলে ভিজিএফ কার্ডধারীরা জানান।

দূর্গানগর ইউনিয়ন পরিষদ সচিব স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, রোববার ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে দুঃস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চালের ¯স্লিপ সচিব ব্যাগে সংরক্ষণ করছিলেন।

দুপুরের নামাজের সময় চেয়ারম্যান আফসার আলীকে বলে তিনি স্লিপ বোঝাই ব্যাগটি পরিষদ কক্ষের একটি চেয়ারে রেখে বাইরে যান। তিনি ফিরে এলে চেয়ারম্যান অহেতুক তাকে গালিগালাজ শুরু করেন। চেয়ারম্যান বলেন,  স্লিপগুলো নিরাপদ স্থানে না রাখায় হারানোর সম্ভবনা ছিল। এই বলে সবার সামনে তাকে কিল ঘুসি মারেন।

পরে তিনি তার কক্ষে (সচিবের) ঢুকে ঘরে দরজা আটকে দেন এবং ইউএনও উজ্জল হোসেনের কাছে বিষয়টি মুঠোফোনে জানান। পরে ইউএনও সহকারী কমিশনারকে পাঠিয়ে উক্ত ইউনিয়ন পরিষদ থেকে সচিব হেলাল উদ্দিনকে উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে আসেন। হেলাল উদ্দিন এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলী জানান, তার ইউপি সচিব হেলাল উদ্দিনকে স্লিপগুলোর নিরাপত্তা নিয়ে গালি দিলে সচিব তাকেই চড় মারেন। তিনি সচিবকে মারেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, দূর্গানগর ইউপি সচিব তাকে চেয়ারম্যান কর্তৃক লাঞ্ছনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ করলে তিনি দ্রুত সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে সচিবকে উদ্ধার করে নিয়ে এসেছেন। বিষয়টি তিনি দ্রুত তদন্তের ব্যবস্থা নিয়েছেন।