সড়কে চলতি মিনি ট্রাকে উচ্চশব্দে গান বাজানোয় ৫৭জন কিশোরকে আটক করা হয়েছে। গুক্রবার সকালে গুরুদাপুরের খুবজীপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। পরে বিকেলে মুচলেকা নিয়ে ৫০জনকে ছেড়ে দেওয়া হলেও ৭জনকে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক। তিনি বলেন, সেনাবাহিনীর হাতে আটক ৫৭ জনের মধ্যে ৫০জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৭ জনকে মাদক মামলার আসামি করে শুক্রবার বিকেলেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ৫৭ জন পাশর্^বর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানাগেছে, ৫৭জন তরুণকে বহনকারি মিনিট্রাকটি চলনবিলের বিলশায় যাচ্ছিল। পথে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিল। বিলশায় গিয়ে এসব তরুণদের ডিজি পার্টি করার কথা। মিনিট্রাকটি গুরুদাসপুর খুবজিপুরে পৌঁছালে টহলরত সেনাবাহিনী আটকে দেয়। তল্লাশি করে ৭জন তরুণের কাছ থেকে ৪ লিটার চোলাই মদ, ১ লিটার ভটকা, ৩শ গ্রাম গাঁজা, গাজা সেবনের বিভিন্ন উপকরণসহ ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, আটকৃতদের মধ্যে বেশিরভাগই বয়সে কিশোর।