নাসিরনগর প্রশাসন মিলনায়তনে আইন শৃংখলার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে ,উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবি়উস সারোয়ারের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মুখবুল হোসেন, অধ্যক্ষ মোঃ রমজান আলী, কৃষি কর্মকর্তা এমরান হোসাইন, মৎস্য কমর্র্কতা ফাহিমুল আরেফিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, চেয়ারম্যানদের পক্ষে সৈয়দ মোঃ শাহীন,মো শফিকুল ইসলাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী, খেলাফত আন্দোলনের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার,জামায়াতে ইসলামির আমির অধ্যাপক আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মোঃআছমত আলী,অধ্যক্ষ ইলিয়াস আলী, এন সিপির আহবায়ক মোঃ হাফিজ মিয়া প্রমুখ।
বক্ততারা উপজেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন সকল সমস্যার সমাধানের জন্য প্রত্যক ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।