গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(গোবিপ্রবি) নতুন ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে এই নতুন ওয়েবসাইট চালু করা হয়।
সোমবার (২৮ জুলাই) বেলা ২ ঘটিকার সময় প্রশাসনিক ভবনের ৫০১ নম্বর কক্ষে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ড. অধ্যাপক হোসেন উদ্দীন শেখর। উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ( ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড.মুহাম্মাদ তানজিমউদ্দীন খান।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ -উপাচার্য ড. মো. সোহেল হাসান, ট্রেজার অধ্যাপক ড.মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জের জেলা প্রশাসক কামরুজ্জামান ও পুলিশ সুপার মো.মিজানুর রহমান।
উদ্বোধন করার পর প্রত্যেক শিক্ষককে একটি করে ইউনিক আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়। এতে করে শিক্ষকরা দ্রুত সময়ে তথ্য হালনাগাদ ও শিক্ষার্থীরাও নিজেদের তথ্য দ্রুত সময়ে বের করতে পারবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন,বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর বলেন, ‘একটি আধুনিক ও কার্যকর ওয়েবসাইট একটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও অগ্রগতির প্রতীক। আমরা চাই এই ওয়েবসাইট আমাদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আরও প্রযুক্তি নির্ভরতা বাড়াবে এবং অভ্যন্তরীণ ও বহিঃবিশ্বে আমাদের দৃশ্যমানতা বাড়াবে। ’
উল্লেখ্য, নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি, একাডেমিক ক্যালেন্ডার, ফলাফল, গবেষণা সংক্রান্ত তথ্যসহ নানা সেবা সহজেই পাওয়া যাবে। একটি শিক্ষার্থীর জন্য যেমন সহায়ক হবে, তেমনি অভিভাবক ও গবেষকদের তথ্যপ্রাপ্তিরও একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে।
গোবিপ্রবি প্রশাসনের এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা স্বাগত জানান এবং ওয়েবসাইটের কার্যকারিতা আরও বাড়াতে নিয়মিত হালনাগাদ ও রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন।