সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থী রাকিবুল হাসান (১৯) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
রাকিব সিরাজগঞ্জ পৌরশহরের রহমতগঞ্জের শফিক আহমেদের ছেলে। সে এবছর সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এসময় আহত হয়েছে তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী তৌফিক হাসান।
আহত তৌফিক হাসানের সঙ্গে কথা বললে সে জানায়, বৃহস্পতিবার তারা দুই বন্ধু মিলে চলনবিলের উধুনিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল।
সেখান থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়ার-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের চাকসা গ্রামের পাশে ট্রাক চাপায় রাকিবুলের মৃত্যু হয় এবং সে আহত হয়। ট্রাকের চাকায় এমনভাবে রাকিবুলের মাথা পিষ্ট হয়েছে তাকে চেনার উপায় নেই।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, মোটরসাইকেল চালক রাকিবুল ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় ঘাতক ট্রাকটি স্থানীয় জনগন আটক করেছে। কিন্তু ট্রাকের চালক এসময় দ্রæত পালিয়ে যায়।