ডাকাতি করতে গিয়ে ধরা পরেছে বি এনপি মহাসচিব এর ছোট ভাই এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলাকারী লাল চান।
মোঃ লাল চান( ৩০) বালিয়াডাঙ্গীর মোঃ আলমঙ্গীর হোসেনের ছেলে।
১৯তারিখ শনিবার,রাত ০৩ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের মো: রব্বানী আলীর ছেলে মো: রনি হোসেন (২৪) খালাতো বোনের বিয়ের কাজ শেষ করে মোটরসাইকেলে রুপগঞ্জ গ্রামে যাওয়ার পথে ২/৩জন ব্যক্তি দেশিও অস্ত্র নিয়ে সর্বমঙ্গলা জামে মসজিদ এর সামনে আটক করে এবং রনির মোটরসাইকেল,
মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নিতে চাইলে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাক চিৎকারে মসজিদের মোয়াজ্জেম ও স্থানীয় লোকজনের সহোযগিতায় লালচানকে দেশী
রাম দাও সহ আটক করে এবং সাথে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয় লোকের সহায়তায় তাকে ও তার অস্ত্র সহ আটক করে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পুলিশ লালচানকে আটক করে ও অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
শনিবার ,বিকালে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর আলমের আদালতে তোলা হলে আদালত তার জামিন না মনজুুর কওে ঠাকুরগাঁও কারাগারে প্রেরন করেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. পয়গাম আলী জানান,ডাকাতি মামলায় পুলিশ লালচান নামে একজনকে গ্রেফতার করেছে বিগত দিনেও তার রেকর্ড ভালোনা, সে বিভিন্নরকম অপকর্মে জরিত।
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গত ১২ তারিখে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিলে জেলা বিএনপির সাধারন সম্পাদকের উপর যে হামলা হয় সে হামলাটি করেছিল মাহাবুবের নির্দেশে লালচান এবং এই লালচানকে রিমান্ডে নিলে আরো অনেক তথ্যই বের হবে ,এরা বহিরাগত সন্ত্রাসি এ সমস্ত সন্ত্রাসিদের লালন পালন ও প্রশ্রয়,আশ্রয় কারি মাহাবুব আলম।
এরা আমাদের দলের কেউ না,এরা দলের কোন কমিটিতেই নাই।এদের কাজ ভাইদের সাথে থাকা ,এরা ভাইদের ক্যাডার। সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, আমরা এখনো অভিযোগ করিনি,আমরা রাজনৈতিক দল, আমরা কেন্দ্রে জানিয়েছি। কেন্দ্রীয় আদেশ পেলে ব্যাবস্থা গ্রহন করবো।
উল্লেখ্য:গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিলে সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালিয়েছে নেতাকর্মীরা।
এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। মির্জা ফয়সাল আমিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে।