২১ জুলাই, ২০২৫

নাসিরনগরে শহীদ ইমরানের স্মরণে বৃক্ষ রোপণ

নাসিরনগরে শহীদ ইমরানের স্মরণে বৃক্ষ রোপণ

জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনে শহীদ ইমরানের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। 

১৯ জুলাই বেলা  সাড়ে ১১টার দিকে নাসিরনগর  শ্রীঘর উচ্চ বিদ্যালয়ে  জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারি কারি  শহীদ হাফেজ ইমরান কে স্মরণীয়  করে রাখার জন্য বৃক্ষ রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন । 

বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, বি এন পির সভাপতি এম এ হান্নান, বুড়িশ্বর ইউপির  চেয়ারম্যান  মোঃ ইকবাল চৌঃ এন সি পির আহবায়ক  মোঃ হাফিজ মিয়া,  ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, মোঃ শাহাজান চৌঃ প্রমুখ। 

অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, “শহীদ ইমরান ছিলেন এক সাহসী ছাত্রনেতা, যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন। তাঁর স্মৃতি রক্ষায় এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।