১৯ জুলাই, ২০২৫

উল্লাপাড়ায় স্কুলে ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগ, অফিস সহকারী সাময়িক বরখাস্ত

উল্লাপাড়ায় স্কুলে ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগ, অফিস সহকারী সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অফিস সহকারী লিওনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাত শিক্ষার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, স্কুলটির চলমান অর্ধবার্ষিক পরীক্ষায় ভর্তি বহির্ভূত বেশ কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষকরা বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন, অফিস সহকারী লিওন ওই শিক্ষার্থীদের ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ভর্তি ফি, মাসিক বেতন ও পরীক্ষার ফি বাবদ টাকা নিয়েছেন।

বিষয়টির সত্যতা প্রমাণিত হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ অফিস সহকারী লিওনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা তা গুরুত্ব দিয়ে তদন্ত করেছি। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।