১৬ জুলাই, ২০২৫

অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

জামালপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে মারধর করার অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্য পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘‘একজন অটোরিকশা চালককে মারধর করা এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউর কে সাময়িক ভাবে দলের সদস্যপদ স্থগিত সহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তীতে তার আচার আচরণের সংশোধন সাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’’

উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেল স্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালককে বলেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মসিউর। এসময় অটোরিকশা চালক না যেতে চাইলে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর। এসময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যাক্তি তাদেরকে নিবৃত করতে গেলে মশিউর তাকেও মারধর করে। বিষয়টি উপজেলা বিএনপি অবগত হলে গাজী রাশেদুজ্জামান মশিউর কে সাময়িক ভাবে দলের সদস্যপদ স্থগিত সহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করে।

বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর জানান, ‘কয়েকদিন আগে মেলান্দহ রেল স্টেশনে যাওয়ার জন্য এক অটো চালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দেই। এসময় পাশের আরেক রিকশা চালক আমার সাথে কথা কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দেই, এই পর্যন্তই ঘটনা। বিষয়টি নিয়ে দলের উর্ধতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে।