১৬ জুলাই, ২০২৫

জলকেলি আর মাঠ বদলের পর শান্তি মার্ডির হ্যাটট্রিকে বাংলাদেশের দারুণ জয়

জলকেলি আর মাঠ বদলের পর শান্তি মার্ডির হ্যাটট্রিকে বাংলাদেশের দারুণ জয়

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভূটান ম্যাচ আজ অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে। খেলা শুরু হয়েছে, বৃষ্টিও ঝরিয়েছে তার শীতল জল। সেই জলে নিজেদের ভাসিয়ে খেলার মাধ্যমে জলকেলিতে মেতে উঠে দুই দলের ফুটবলাররা। 

কর্দমাক্ত মাঠে প্রথমার্ধ্বে  ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃষ্টিতে খেলার অনুপযোগী হয়ে পড়ে মূল ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা খেলার মাঠ। একারণে ম্যাচটি নিয়ে যাওয়া হয় কিংস অ্যারেনার অনুশীল মাঠে।

দুই ভেন্যুতে ভাগাভাগি করে খেলা ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ বড় জয় পেয়েছে। হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের শান্তি মার্ডি। 

বৃষ্টির কারণে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে যায় মাঝপথে। কিংস অ্যারেনা থেকে ম্যাচ নিয়ে যাওয়া হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। সেখানে জয় না পেলেও বাংলাদেশের সঙ্গে লড়াই করেন ভুটানের নারীরা।