১২ জুলাই, ২০২৫

জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

রাজধনাীর পুরান ঢাকার মিটফোর্ড হাসাপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে এলোপাথারিভাবে আঘাত করে ও কুপিয়ে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাহমুদুল হাসান মহিন, ও তারেক রহমান রবিন। এর মধ্যে তারেক রহমান রনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি দুেই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তাদের নামপরিচয় উল্লেখ করা হয়নি।

গত বুধবার বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে আজ ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপতালের ৩ নম্বর গেটের সামনে পাকা সড়কের ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতায়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশ ওই ঘটনার সিসিটভি ফুটেজ সংগ্রহ করেছে।

এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিএমপি বলছে, প্রাথমিকভাবে জানাগেছে- ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।