বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় একজন পরীক্ষার্থীও পাস করেনি। এ বছর এখান থেকে ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ২০২৪ সালের দাখিল পরীক্ষাতেও এই মাদ্রাসা থেকে কেউ পাস করেনি। ওই বছর এখান থেকে পরীক্ষা দিয়েছিল ১০ জন।
এলংজানি দাখিল মাদ্রাসার সুপার শাহাদত হোসেন জানান, বিগত ২ বছরে দাখিল শ্রেণির শিক্ষার্থীরা অধিকাংশই ছিল পিছিয়ে পড়া। তার উপর উপজেলার চলবিল অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠানের অবস্থান হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা একেবারেই প্রতিষ্ঠানে আসে না।
এরা গরীব পরিবারের সন্তান হওয়ায় এদেরকে পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে মাঠেও কাজ করতে হয়। এ সব কারণে লেখাপড়ায় এরা খুবই দুর্বল ছিল। মাদ্রাসা থেকে শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিতির চেষ্টা করা হলেও শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে না। ফলে তার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে ধ্বস নেমেছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন জানান, বিগত বছরগুলোতে এলংজানি মাদ্রাসায় পরিদর্শনে গেলে সেখানে বেশির ভাগ শিক্ষার্থীকেই অনুপুস্থি পেয়েছেন। শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষেকে বার বার তাগিদ দেওয়া হয়েছে।