মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে ট্রাকের চাপায় বাবা ও ছেলে মারা গেছেন।
এরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে অটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার উপর পড়ে যায়। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানের চালক এবং ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।