কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি-মোহনপুর সড়কের কৃষ্ণপুর এলাকায় রাস্তার মাঝখানে বিদ্যুতের খুটি রেখেই চলছে সংস্কার কাজ। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাতাকান্দি-মোহনপুর সড়কের কৃষ্ণপুর এলাকায় সড়কের মাঝখানে বিদ্যুৎতের খুটি রেখেই সড়কের সংস্কার কাজ করছে ঠিকাদার কোম্পানির শ্রমিকরা। সিএনজি চালিত অটোরিকশা চালক মো.নবীর হোসেন বলেন, বাতাকান্দি-মোহনপুর সড়কের কৃষ্ণপুর এলাকায় সড়কের মাঝখানে বিদ্যুৎতের খুঁটি রেখেই সংস্কার কাজ করা হচ্ছে। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন সড়কের কাজ সম্পন্ন হওয়ার আগেই বিদ্যুৎতের খুঁটি অপসারণ করা প্রয়োজন।
কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আক্তার হোসেন বলেন, এই সড়কে প্রতিদিন কয়েক শতাধিক ছোট বড় যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের মাঝখানে বিদ্যুৎতের খুঁটি রেখেই সড়কের সংস্কার কাজ চলছে, এই খুঁটি এখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে আরও বলেন, দ্রুত খুঁটিটি অপসারণ করার জোর দাবি জানাই
তিতাস উপজেলা প্রকৌশলী মো.শহিদুল ইসলাম বলেন, এই সড়কে মোট ১২ টি বিদ্যুৎতের খুঁটি অপসারণের জন্য দুই মাস আগেই আবেদন করেছি কিন্তু এখন পর্যন্ত উল্লেখিত খুঁটি গুলো অপসারণ করা হয়নি।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩ তিতাস উপজেলা বাতাকান্দি জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক মো.ওসমান ফারুক বলেন, কয়েক মাস আগে তিতাস উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) ১২ টি খুঁটি অপসারণের জন্য আবেদন করে ছিল কিন্তু টাকা জমা না দেওয়ার কারনে আমরা খুঁটি গুলো অপসারণ করতে পারিনি। এখন আবার আবেদন করেছে টাকা জমা দিলে আমরা ডিমান্ড নোট দিবো।