২ জুলাই, ২০২৫

চিলমারীতে গাছ থেকে অলৌকিকভাবে আগুন ও ধোয়া বের হচ্ছে

চিলমারীতে গাছ থেকে অলৌকিকভাবে আগুন ও ধোয়া বের হচ্ছে

কুড়িগ্রামের চিলমারীতে রমনা রেলওয়ে স্টেশনের রিইন্ট্রি কড়াই গাছ থেকে অলৌকিকভাবে আগুন ও ধোয়া বের হচ্ছে।

মঙ্গলবার সকালে রমনা রেলওয়ে স্টেশন জামে মসজিদ থেকে মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বের হয়ে আগুন ও ধোয়া দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে শতশত লোক আগুন জ্বলা গাছটি এক নজর দেখার জন্য জনতা ভীর করেন।

পরে মুসল্লি মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা এসে গাছের গোড়ার আগুন নেভাতে সক্ষম হলেও গাছের ডালের ভিতরের আগুন নিভাতে পারেনি।

সরেজমিনে দেখা যায় বর্তমানে গাছের ডালের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে। এ ঘাটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।