১ জুলাই, ২০২৫

চিলমারীতে সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

চিলমারীতে সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দূর্ঘটনায় নাজিম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

গত রবিবার রাত ৮টায় উপজেলার সবুজপাড়া-মাচাবান্দা রোডে ভাটা সংলগ্ন মোড়ে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোর নাজিমের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ সময় মটরসাইকেলে ৩জন আরোহীর মধ্যে ১ জনের মৃত্যু হয় এবং অপর দ্ইু জন চিলমারী হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

মৃত নাজিম চিলমারী’র নাজিম টেলিকম এর স্বত্তাধিকারী মোঃ ফারুখ হোসেনের একমাত্র পুত্র।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।