১ জুলাই, ২০২৫

ডাসারে ঘুমন্ত অবস্থায় আড়াই মাসের শিশুর মৃত্যু

ডাসারে ঘুমন্ত অবস্থায় আড়াই মাসের শিশুর মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলায় ঘুমন্ত অবস্থায় শ্বাস বন্ধ হয়ে স্নেহা নামের আড়াই মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্নেহা প্রবাসী সোহাগ সরদারের কন্যা।

পরিবারের বরাতে জানা যায়, সকালে মা সালমা বেগম শিশুটিকে ঘুম পাড়িয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর ঘরে ফিরে শিশুটিকে কাপড়ে জড়িয়ে ছটফট করতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে শিশুটি প্রাণ হারায়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেন স্বল্পতায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ডাসার থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।