১৫ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ পরিদর্শন করলেন কবির বিন আনোয়ার

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ পরিদর্শন করলেন কবির বিন আনোয়ার

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা বোর্ডের কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার সস্ত্রীক  বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর এক টায় ব্যাক্তিগত সফরে তিনি ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শনে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।

পরে তিনি সোনামসজিদে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হক এর কবর জিয়ারত করেন এবং তহাখানায় হযরত শাহনেয়ামতুল্লাহ (রাঃ)'র মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন