৩০ জুন, ২০২৫

বাগাতিপাড়ায় দুর্নীতি রুখতে মতবিনিময় সভা

বাগাতিপাড়ায় দুর্নীতি রুখতে মতবিনিময় সভা

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় সূধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা, র‌্যালি, রচনা - বির্তক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি ও পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার মোর্শেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার পাল ও বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইসমাঈল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করে। রচনা প্রতিযোগিতায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী শরিফা সুলতানা প্রথম স্থান ও তৃতীয় স্থান অর্জন করেন রায়হানা ইসলাম রুবা এবং দ্বিতীয়  হয়েছে জিগরি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী  ফাতেমা জান্নাত ঊষা।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে তমালতলা  আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার কৃতিত্ব অর্জন করেন ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা খাতুন।