কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রি কোনভাবেই থামছে না। বালু দস্যু চক্র দীর্ঘদিন ধরে নদ থেকে বালু উত্তোলণ করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
ইতিপূর্বে সেনাবাহিনীর অভিযানে বালু উত্তোলণ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে ধরন পরিবর্তন করে রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলণ ও বিক্রি করে আসছে। ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ঘেঁষে বালু উত্তোলণ করায় প্রকল্প, ফসলী জমি ও বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, থানাহাট ইউনিয়নের রাজারভিটা মাঝস্থল এলাকার চিহ্নিতবালু দস্যু আসাদুজ্জামান, স্বপ্নীল মাস্টার, সোহেল এবং রমনা ইউনিয়নের মাসুদ, ফরহাদ, রানা, সার্জেন, বিপ্লব ও বিশাল নৌ-বন্দরঘাট সংলগ্ন গুরাতীপাড়া ও উত্তর রমনা এলাকায় বালুর স্তুপ করে ড্রাম ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে বালুর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ও
ই এলাকার বাসিন্দা আব্দুল হামিদ জানান, চিহ্নিত বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত বালু উত্তোলণ ও বিক্রি করে আসছেন। ফলে নদীভাঙ্গন বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, অবৈধ ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।