নোয়াখালী হাতিয়ায় ৩০ বছরের পুরাতন মাছ ঘাটের পাশে নতুন ঘাট তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা। সোমবার সকালে উপজেলার সূর্যমূখী মাছ ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করেন সূর্যমূখী উত্তর পাড়ের মাছ ঘাটের প্রায় ৫শতাধিক ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সকাল ১১টায় শুরু হওয়া ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়ার সূর্যমূখী এই মাছ ঘাটটি দীর্ঘ ৩০ বছরের পুরাতন ঘাট। হঠাৎ করে একটি গুষ্টি এই ঘাটের পাশে খালের দক্ষিন পাড়ে নতুন করে একটি মাছ ঘাট তৈরি করে।
এতে করে ব্যবসায়ী ও জেলেদের মধ্যে টানাপোড়ন দেখা দেয়। বক্তারা আরো বলেন, দ্রুত নতুন সৃষ্টি হওয়া ঘাটটি বন্ধ করা না হলে তা সংঘাতে রুপ নিতে পারে। এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন মাছ ঘাট ব্যবসাযী সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল হক নান্টু, মাছ ব্যবসায়ী মো: ইব্রাহীম ও মো: শরীফ উদ্দিন সহ অনেকে।
এদিগে মানববন্ধন উপলক্ষ্যে বৃষ্টি উপক্ষো করে সকাল থেকে ব্যবসায়ীরা মাছ ঘাটে উপস্থিত হতে থাকে। মাছ ব্যবসায়ী ছাড়া আরো উপস্থিত ছিলেন ঘাট শ্রমিক, খুচরা বিক্রেতা ও জেলে সম্প্রদায়ের পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সূর্যমূখী বাজার প্রধান সড়ক প্রদক্ষিন করে।