২৫ জুন, ২০২৫

পথে বাড়ি নির্মাণ করায় চলাচলে দুর্ভোগ

পথে বাড়ি নির্মাণ করায় চলাচলে দুর্ভোগ

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৃষক পরিবারের বাড়ির রাস্তায় বাড়িঘর নির্মান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রবাড়িয়া-কাস্টসাগর গ্রামের কৃষক আবুল হোসেনের সাথে প্রতিবেশী মোহাম্মাদ আলীর ছেলে স্বপন মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে দেড় মাস আগে স্বপন মিয়া ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনের বাড়িতে যাতায়াতের রাস্তায় ঘর নির্মান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

ফলে আবুল হোসেনের পরিবারের লোকজনের স্বাভাবিক জীবনযাত্র ব্যহত হচ্ছে। এ ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে সোমবার ইউএনও অফিসে ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে স্বপন মিয়া সহ ৩ জনকে আসামি করা হয়েছে।  

এ বিষয়ে কৃষক আবুল হোসেন বলেন, বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে বসবাস করি। আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিকল্প কোনো রাস্তাও নেই। জন্মের পর থেকে এই রাস্তা আমরা ব্যবহার করছি। বিষয়টি উপজেলা প্রশানস ও থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। নিজেদের ভীষণ অসহায় মনে হচ্ছে।

এ বিষয়ে স্বপন মিয়া বলেন, ওই পরিবারটিকে এতদিন আমার জমির ওপর দিয়ে চলাচল করতে দিয়েছি। তারা অন্যায় ভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার, গালিগালাজ ও নির্যাতন করে। সে কারণে পায়ে হাটার রাস্তা রেখে আমার জায়গায় ঘর নির্মান করেছি।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার প্রক্রিয়া চলছে। দুই পরিবারের মধ্যে সমঝোতা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।