নওগাঁর বদলগাছীতে সিএনজি ও গুড়া বোঝাই ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে এবং এই দুর্ঘটনায় অপর ৩জন আহত হয়েছে।
১৯ জুন দুপুর আড়াইটার দিকে বদলগাছীর আধাইপুর ইউনিয়নের চকবনমালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ২জন সিএনজির যাত্রী বলে জানাগেছে।
নিহতরা হলেন বদলগাছীর হাপানিযা গ্রামের ছুনছা মহন্তের ছেলে কার্ত্তিক মহন্ত(৪২) ও অপর ব্যক্তির পরিচয় মেলেনি।
এবং আহতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিমমুক্ত গ্রামের আবু রেজার ছেলে ভুটভুটুি চালক এমরান আলী রানা(৪০),বদলগাছী উপজেলার গোরশাহী গ্রামের মৃত আনছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন(৪৫) ও নহেলা কাষ্টগাড়ী গ্রামের আজিমউদ্দিন মন্ডলের ছেলে সিএনজির যাত্রী আনিছুর(৪৫) গুরুত্বর আহত হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী নামক স্থানে জয়পুরহাট থেকে আসা যাত্রীবাহী সিএসজি এবং জয়পুরহাট গামী গুড়া বোঝাই ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়, এবং ভুটভুটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই কার্ত্তিক মহন্ত (৪২) ও অজ্ঞাতনামা (৪০) ২জন সিএনজির ২জন যাত্রী মৃত্যু হয় এবং স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় ভুটভুটির চালক এমরান(৪০),সিএনজির চালক বিপ্লব(৪৫) ও সিএনজির একজন যাত্রী আনিছুর (৪৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার খবর পেয়ে বদলগাছী থানাপুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস একটি দল ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানাপুলিশ ঘটনাস্থল থেকে কার্ত্তিক মহন্ত(৪২)সহ অজ্ঞাতনামা (৪০)এর মৃতদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে ২টি মৃতদেহ থানায় নিয়ে আসে।
এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ২টি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কার্ত্তিক মহন্ত(৪২) নামে একজনের পরিচয় পাওয়া গিয়েছে অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায় নি। এছাড়া ঘটনাস্থল থেকে সিএনজি ও ভুটভুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।