২০ জুন, ২০২৫

বিএনপি সততা দিয়ে মানুষের মন জয় করবে

বিএনপি সততা দিয়ে মানুষের মন জয় করবে

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, মানুষ মনে করে বিএনপি অসৎ। কিন্তু বিএনপি কখনও অন্যায় করবেনা, অন্যায়কে প্রশ্রয় দেয় না। বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর। বিএনপি সততা দিয়ে মানুষের মন জয় করবে। 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবেনা। ওই যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে।

সে নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কারনেই বলি ড. ইউনুস আপনাকে এই ষড়যন্ত্রকে থামাতে হবে। আমরাও বিচার চাই। আর নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া এর কোন বিকল্প নাই। সেই কারনেই আমরা নির্বাচন চাই।

আব্দুস সালাম হলরুমে উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সকলের জবাবদিহীতা থাকতে হবে, হাসিনার জবাবদিহিতা ছিল না জন্য, স্বৈরাচার হয়ে গেছে। তাই আপনি জেলার শীর্ষ পর্যায়ের নেতা হলেও আপনার জবাবদিহিতা থাকতে হবে। কোন অন্যায় অনিয়মের কাজ করে তারেক জিয়ার দলে পার পাওয়া যাবেনা। বিএনপি কোন অন্যায়কারীকে দলে স্থানে দিবেনা।

তিনি বলেন, এখন অন্যরা চুরি করতেছে। আমাদের দুই একটা ছিটেফোঁটা থাকতে পারে। কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনও কেউ থেকে থাকে, তাহলে তাদেরকে সাইটলাইনে চলে যাওয়ার জন্য বলে দিবেন।

তারা যেনো লিডারশিপের ধারে কাছে না আসে। আর সেই জন্য তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। অনেকের টেলিফোন তারেক রহমান ধরেন না। কাদের ধরেনা বুঝে নিয়েন। কাজেই বুঝতে হবে এটাই হলো তারেক রহমান যে আগামীতে রাষ্ট্রের দায়িত্বে আসবে। 

আব্দুস সালাম বলেন, তরেক রহমানকে শুধু প্রধানমন্ত্রী করার জন্য নয়, দেশের সকল ষড়যন্ত্র রুখে দিতে তাকে দরকার। দেশ চালাতে হলে খালেদা জিয়া, তারেক রহমানের মতো নেতা দরকার। আর তারেক রহমান আগামীতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতায় আসবে।

কর্মী হিসেবে ক্ষমতা গ্রহণ করে দেশ চালাবেন। এজন্য সকল নেতাকর্মীকে মানুষের মন জয় করার আহ্বান জানান তিনি।

সভায় রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতিস ফখরুল ইসলাম রবিনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।