সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বিয়ে না করার অভিযোগে এক প্রেমিকা প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছেন। প্রেমিকের বাড়িতে অবস্থান করে তিনি দাবি জানাচ্ছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করতে হবে। ঘটনাটি সামাজিক ও স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের শারমিন আক্তার (২৮) উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে অবস্থান নেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টা পর্যন্ত প্রেমিকা সেখানেই অবস্থান করছেন এবং বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে শারমিন জানান, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে আলাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে আলাউদ্দিন গণিতের বিষয়ে তাকে সাহায্য করতেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শারমিনের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে আলাউদ্দিন একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে তিনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। শারমিন আরো বলেন, আমি কোনো অন্যায় করিনি। ভালোবেসে বিশ্বাস করেছিলাম, এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। তাই শেষ আশ্রয় হিসেবে তার বাড়িতে এসেছি।
এ বিষয়ে আলাউদ্দিন বলেন, ফেসবুকে পরিচয়ের পর আমি তাকে গণিতে সাহায্য করতাম। সে আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়, আমি রাজি হইনি। সে আত্মহত্যার হুমকি দিতে শুরু করলে ভয় পেয়ে যোগাযোগ রেখেছিলাম। তবে আমি কখনো তাকে ভালোবাসিনি বা বিয়ের প্রতিশ্রুতি দেইনি।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম ও ইউপি সদস্য এবাদ আলী জানান, তারা মেয়েটির অনশন ও অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন। তবে আলাউদ্দিন পলাতক থাকায় তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।