১৪ জুন, ২০২৩

শান্তর দাপটে এলোমেলো আফগান বোলিং শিবির

শান্তর দাপটে এলোমেলো আফগান বোলিং শিবির

আজ শুরু হয়েছে আফিগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট। ম্যাচে টস হেরে ব্যাটিং করে বাংলাদেশ।

শুরুতে জাকির হাসানের উইকেট পরে। অবশ্য সেই চাপ সামাল দিয়ে প্রথম সেশনে ভালই ব্যাট করেছেন নাজমুল শান্ত। বাংলাদেশের সংগ্রহ যখন ১০০ রান তখন নাজমুল শান্তর সংগ্রহ ৫০।

ওয়ানডে মেজাজে দ্রুত ফিফটি তুলে নেন নাজমুল হাসান শান্ত।

আরো পড়ুন:

     নাজমুলের দারুণ ফিফটি

 

এরপর নাজমুল শান্তর দাপটেই এলোমেলো হলো আফগান বোলিং শিবির। নাজমুল হাসানের ১৪৬, সাথে মাহমুদুল হাসানের ৭৬ রানের একটি বড় ইনিংস। তাতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান।

নাজমুলদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ইনিংস বড় করতে পারেননি মমিনুল হক, লিটন দাস। তবে মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ অপরাজিত রয়েছেন।

এই দুজনের জুটি অবিচ্ছিন্ন রয়েছে ৭২ রানে। এরমধ্যে মিরাজ ৪৩ রানে এবং মুশফিক ৪১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছেন। দলিয় উইকেট পড়েছে ৫টি।