নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী পরিচিতি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৬ই জুন বিকেল ৩টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বদলগাছী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক নাদিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট এবং নওগাঁ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক শফিকুল ইসলাম (রুস্তম)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর শাখার সমন্বয়ক এস এম আল আমিন, নওগাঁ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক ও অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হাতেম আলী,
নওগাঁ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ শাহিনা আক্তার লাকি, বদলগাছী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাজু হোসেন। সভাশেষে ইঞ্জি: মোঃ হারুনুর রশিদ কে আহবায়ক ও মোঃ আসলাম হোসেন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বদলগাছী উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন করা হয়।