১৬ জুন, ২০২৫

কাঁচা সড়ক সংস্কার হচ্ছে গ্রামবাসীর চাঁদায় ও স্বেচ্ছাশ্রমে 

কাঁচা সড়ক সংস্কার হচ্ছে গ্রামবাসীর চাঁদায় ও স্বেচ্ছাশ্রমে 

কাঁচা সড়কটি প্রায় দেড়’শ বছরের পুরানো। ওই কাঁচা সড়কটি দিয়ে এলাকার লোকজন চলাচল করে। রাস্তাটি সংস্কার না হওয়ায় চলালচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেও কাচা সড়কটির কোনো উন্নয়ন ঘটাতে পারেনি এলাকাবাসী। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসি চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন।

এ ঘটনা নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামে। সেখানকার বাসিন্দারা গত রবিবার থেকে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ শেষ হতে আরও দুইদিন লাগবে বলে জানিয়েছেন তাঁরা।

সোমবার (১৬ জুন) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি শাহাপাড়া সলেমান বাড়ী থেকে পুঠিমারী দক্ষিণপাড়া বায়তুল নুর জামে মসজিদ পযর্ন্ত ২০০ মিটার কাঁচা রাস্তায় ৫০-৬০ জন স্বেচ্ছাশ্রমিক রাস্তা সংস্কারে কাজ করছেন। কেউ সড়কের বালি ফেলছেন, কেউ বালির উপর ইট ফেলছেন। আবার অনেকে সেই ইট ভাঙ্গার কাজ করছেন। 

ইট ভাঙ্গার কাজ করছেন এক শ্বেচ্ছাশ্রমিক


তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কার কাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গেছে, অনেক স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলে সেখানে পানি জমে। অনুপযোগী রাস্তা দিয়ে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসী। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গত রবিবার থেকে রাস্তা সংস্কারে কাজ শুরু করছেন। এ কাজ শেষ হতে আরও দুই দিন সময় লাগবে বলে তারা জানান। 

রাস্তা সংস্কারের প্রধান উদ্যোগী মাহাবুব এ খোদা, আবুল কালাম আজাদ,নজরুল ইসলামসহ অনেকে বলেন, এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। দেড়’শ বছরের পুরনো সড়কটি সংস্কার করতে কেউ আগ্রহ দেখায়নি বা উদ্যোগও নেননি। তাই বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে সড়কটি সংস্কারে উদ্যোগ নিয়েছি। চাঁদার প্রায় এক লাখ টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছে। এখানে সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সংস্কার কাজে অংশগ্রহণ করেছেন।

চাপিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, পাকাকরণে বরাদ্ধ না থাকায় এ রাস্তার সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।