১৫ জুন, ২০২৫

সিরাজগঞ্জের নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু-আহত ২

সিরাজগঞ্জের নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু-আহত ২

 

 

সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সঙ্গে মটরসাইকের মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকা‌লে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের আমশড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈমান আলী উপজেলার ক্ষুদ্র মাধাইনগর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিফাত (২১) ও শামীম সরকার (২৯) গুরুতর আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজন বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন।