১৫ জুন, ২০২৫

উল্লাপাড়ায় আমবোঝাই ট্রাক গাছের সঙ্গে ধাক্কা

উল্লাপাড়ায় আমবোঝাই ট্রাক গাছের সঙ্গে ধাক্কা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আমবোঝাই একটি ট্রাক সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে এক কিশোর নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার নাইমুড়ি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোস্তাফিজুর রহমান (১৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে। আহত অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি আমবোঝাই ট্রাক সকালে নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা চালকের সহকারীর ভাগিনা ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য একজন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।