১৫ জুন, ২০২৫

নাসিরনগরে  মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি

নাসিরনগরে  মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি

ব্রাহ্মনবাড়িয়া  নাসিরনগর উপজেলা সদরের থানা  রোডে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে ।  ১ ৪ জুন শনিবার গভীর রাতে ১টি মোবাইল দোকানে বিভিন্ন মডেলের ২২ লক্ষ টাকার মোবাইলসহ অন্যানা মালামাল চুরি হয়েছে। 

থানা রোডের রাজা ম্যানশনের পিয়াস টেলিকম  দোকানের মালিক  পিয়াস দাস  ও কর্মচারী অর্পন দাস রাত ১০.৩০ মিঃ  সময়ে দোকানের ক্যাসি গেইট সার্টারে মোট ৬ টি  তালা দিয়ে দোকান  বন্ধ করে বাড়ি যায় ।

সকালে দোকানের কর্মচারী  এসে তালা খুলে দেখেন  এলোমেলো হয়ে  মেঝেতে পড়ে আছে  জিনিস পত্র, খোলা-ভাঙ্গা টেবিলের ড্রয়ার,লক্ষ্য করেন বাথরুমের ভেনটিলেটর ভাঙ্গা । সাথে সাথে মোবাইল করেন, দোকান মালিক পিয়াস  দাস কে জানান ।

পিয়াস  এসে হতভম্ব হয়ে যান চুরির দৃশ্য দেখে, অবহিত করেন মার্কেটের মালিক,, সাংবাদিক, নাসিরনগর  থানার অফিসার ইনচার্জকে। তাৎক্ষনিকভাবে  চোরাই মালামালের মুল্য নির্ধারন করেন যার মূল্য  ২২ লক্ষ  টাকা। পিয়াস দাস প্রতিনিধি কে জানান   মালামাল চুরি হয়েছে। 

  পিয়াস জানান, আমি থানায়  একটি অভিযোগ দায়ের করেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেছেন, তিনি তদন্ত করে ব্যাবস্থা নিবেন ।” নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম প্রতিনিধি কে জানান, ”আমি বিষয়টি জেনেছি, অবশ্যই  গুরুত্ব সহকারে ব্যাবস্হা গ্রহন করা হবে।”