শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় গাভী পালন বিষয়ক নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়।
সচিব আরও জানান, কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামকে ইতোমধ্যে ‘আদর্শ গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একইভাবে সাতক্ষীরা জেলাকেও একটি ‘আদর্শ জেলা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম নিবন্ধক) তোফায়েল আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা অঞ্চলের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এবং জেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতার।
গাভী পালন প্রশিক্ষণ সম্পর্কে উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, কলারোয়ার কুশোডাঙ্গা ও পারিকুপি গ্রামের দুটি দুগ্ধ সমিতির অধীনে মোট ১০০ জন (প্রতিটি গ্রামে ৫০ জন করে) প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রশিক্ষণার্থীকে গাভী কেনার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং খাদ্য বাবদ ৪০ হাজার টাকা, মোট ২ লাখ টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে।