১৩ জুন, ২০২৩

উল্লাপাড়ায় ভূমি ক্ষয় ও বজ্রপাত নিরোধে তালগাছ রোপন

উল্লাপাড়ায় ভূমি ক্ষয় ও বজ্রপাত নিরোধে তালগাছ রোপন

ভূমি ক্ষয় ও বজ্রপাত নিরোধের লক্ষ্যে উল্লাপাড়ার চক চৌবিলায় মঙ্গলবার বিকেলে রাস্তার দু’পাশে ৪শত তালগাছের চারা রোপন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ এই গাছ লাগানোর উদ্যোগ নেয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা যৌথভাবে গাছ লাগিয়ে তালগাছ রোপন কার্যক্রম উদ্বোধন করেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বোয়ালিয়া-চক চোবিলা আঞ্চলিক সড়কের ১ কিলোমিটার অংশের দু’পাশে এসব তালগাছ লাগানো হয়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেনসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।