বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে মাদক, ইভটিজিং, চাঁদাবাজী ও সন্ত্রাসীদের আগ্রাসন থেকে এলাকাবাসীর মুক্তির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার সন্ধ্যায় ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সততা এগ্রো ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব শামীম হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম, ধুনট থানার এসআই মুনজুরুল ইসলাম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রহমান ভর্ষা, আব্দুল বারিক, প্রকৌশলী শাহীন আহম্মেদ বাবু, সমাজ সেবক আতিকুল করিম মাসুদ, রিপন শেখ, জাকারিয়া, ব্যবসায়ী নাছির উদ্দিন, গোলাম রব্বানী ও এনামুল হক। আলোচনা সভা শেষে বক্তগণ উপস্থিত সবার সর্বসম্মতি ক্রেমে মাদক বিরোধী একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।