১২ জুন, ২০২৫

নাসিরনগরে কুকুরের কামড়ে নারীশিশুসহ আহত ৮

নাসিরনগরে কুকুরের কামড়ে নারীশিশুসহ আহত ৮

জেলার  নাসিরনগর উপজেলা  কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮ জন আহত হয়েছেন। জানা যায়, ১১ জুন সকাল থেকে  নুরপুরের  পুকুরপাড়,ও পশ্চিমপাড়াহ  সড়কবাজার

এলাকায়  পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এ থেকে বাদ য়ায়নি গরু, ছাগল।  কুকুরের কামড়ে আহতরা হলেন, রাফি মিয়া (০৫), মোঃ খায়রুল ইসলাম  (৪০) হাফিজ মিয়া (৩৯), শেখ রাকমিনা (৩), পরিয়া বেগম (৫) এবং মোছা: জীদ্দি বেগম (৭) নামে ৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আরও ২ জন পথচারীর ও  আহত আরও।

ব্যবসায়ী মো. শাহেদ মিয়া বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এসব কুকুর ঠিকমতন খাবার পাচ্ছে না। খাবারের অভাবেই এমন আক্রমণ করছেন কুকুরে দল।

গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: শাহীন নয়া দিগন্তের প্রতিনিধি কে  জানান,পাগলা কুকুড়ে কামড়ানোর খবরটি শুনেছি, বিষয়টি অত্যন্ত দু:খজনক. উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্হা  নেয়া হবে।

বিএনপির উপজেলা সভাপতি  এম এ হান্নান  বলেন,, এলাকার কুকুরগুলো হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে উঠেছে। শিশুরা বাড়ির বাইরে খেলতে যেতেই ভয় পাচ্ছে।প্রশাসনের সাথে আলোচনা করে বেওরারিশ কুকুরগুলো মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।