১৩ জুন, ২০২৩

চিলমারী খাদ্য গুদামের জন্য এক ছটাক গমও ক্রয় করেনি কর্তৃপক্ষ

চিলমারী খাদ্য গুদামের জন্য এক ছটাক গমও ক্রয় করেনি কর্তৃপক্ষ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায়  সরকারী খাদ্য গুদামে ২০২৩ ইং সালের গম ক্রয় ৩০ জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত এক ছটাক গম ক্রয় করে উদ্বোধন করা সম্ভব হয়নি। চলতি বছরে এ উপজেলায় বরাদ্দকৃত গমের লক্ষ্য মাত্রা ১৮৫ মেট্রিকটন। যা মে থেকে ৩০ জুন ২০২৩ ইং এর মধ্যে প্রতি কেজি গম ৩৬ টাকা দরে ক্রয় করার নির্দেশ রয়েছে।

নির্ধারিত সময় প্রায় শেষ হতে চললেও গম ক্রয়ের কোন লক্ষণ পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান,সরকার নিধারিত মূল্যের চেয়ে বাজারে গমের বাজার দর বেশি হওয়ায় কৃষকরা গুদামে গম বিক্রি করতে আগ্রহী হচ্ছেন না।

উপজেলার নয়ার হাটের গম চাষি মোঃ আবু সাঈদ জানান, গম বিক্রির জন্য গুদামে গেলে কর্মকর্তা জানান, কোন প্রকার গম ক্রয় করা হচ্ছে না।নাম না বলার শর্তে অপর এক গম ব্যবসায়ী জানান, গুদাম কর্মকর্তা কৃষকের কাছ থেকে  সরাসরি গম ক্রয় না করে তার মনোনীত ব্যবসায়ীর নিকট থেকে পুরো বরাদ্দ কয়েক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে থাকেন।

তবে বাজারে গমের দাম বেশি হওয়ায় এবারে সিন্ডিকেট ব্যবসায়ী চক্রটি গম সরবরাহ করতে পারেনি। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রনয় বিষান দাস জানান, এবারে উপজেলায় ৫০০ হেক্টও জমিতে গম চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হলেও ৫৯৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে।