১২ জুন, ২০২৫

ছাত্র গণমঞ্চের সংগঠক আতিকুর রহমানের উপর দুর্বৃত্তদের হামলা

ছাত্র গণমঞ্চের সংগঠক আতিকুর রহমানের উপর দুর্বৃত্তদের হামলা

ছাত্র গণমঞ্চ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক  এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান এবং তার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। 

গত জুলাই আন্দোলনে আতিক তার এলাকা বগুড়ায় ছাত্রলীগের হামলার শিকার হয়, পুলিশের রাবার বুলেটে আতিক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গণঅভ্যুত্থানের এক বছর না পেরুতেই আবারও  ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। 

জানা যায়, প্রায় ৫ বছর আগের পারিবারিক দ্বন্দ্বের জেরে গ্রামীণ ব্যাংক বগুড়া আঞ্চলিক অফিসের কর্মকর্তা, যে নিজেকে ড. ইউনুসের খাস লোক হিসেবে পরিচয় দেয়, তার নেতৃত্বে পলাতক ছাত্রলীগের ক্যাডার বাহিনীর সহযোগিতায় ভোর রাতে আতিকুরের বাড়িতে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আতিকুরসহ বাকি সদস্যরাও গুরুতর আহত হয়ে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এ ধরনের মব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন । দ্রুত আক্রমণকারীদের গ্রেফতার করে বিচারপূর্বক শাস্তি প্রদানের দাবীসহ  বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আতিক ও তার পরিবারকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানানো হয়।