৭ জুন, ২০২৫

আজ খুশির দিন, আজ ঈদের দিন

আজ খুশির দিন, আজ ঈদের দিন

‘ঈদজ্জোহাার চাঁদ হাসে ঐ এলো আবার দুসরা ঈদ

কোরবানি দে কোরবনি দে শোন খোদার ফর্মান তাকিদ।।

এমনি দিনে কোরবানি দেন পুত্রে হজরত ইব্রাহীম,

তেমনি তোরা খোদার রাহে আয় রে হবি কে শহীদ।।’

এই পঙক্তিমালা কবি কাজী নজরুল ইসলামের। ঈদুল আজহা বা বোরবানির ঈদকে জড়িয়ে থাকা বা উদযাপানের এম  অনেক গান ও কবিতা আছে এই কবির। সাম্য, মানবতা ও ত্যাগের তাকিদ নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঘরে ঘরে আঁচ লেগেছে সেই উৎসবের, সমস্ত পশুত্বকে আর একবার বিসর্জনের উপলক্ষ এসেছে দেশে।

আজ ৭ জুন, ১০ জিলহজ শনিবার সারা দেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মেলবন্ধনে আরও একবার মুখর হয়ে উঠেছে মুসলিমদের পারিবারিক, সামাজিক শিকড়-বাকড়। চারদিকেই উৎসবের ঘ্রাণ। এরই মধ্যে পবিত্র হজের আয়োজন আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে এবং এর বাইরে অনেক দেশেই গতকাল শুক্রবার ঈদ উদযাপতি হয়েছে।