৭ জুন, ২০২৫

ঈদের দিন তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ঈদের দিন তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু সারা দেশেই সক্রিয়। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবারও রাজধানীসহ দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে।

তবে আগের দিনের চেয়ে বৃষ্টি কিছুটা কমে। আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিন আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।

ঈদের দিন দেশের অন্তত তিন বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলো একেবারে বৃষ্টিহীন না-ও হকে পারে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মৌসুমি বায়ু সক্রিয় এখন। তবে এর প্রভাব কমে এসেছে। শুক্রবার ও শনিবার ঈদের দিন এবং তার পরের দিন বৃষ্টি অপেক্ষাকৃত কমে আসতে পারে।