পাবনার সাঁথিয়ার বিভিন্ন সড়কে ঈদ যাত্রীদের জিম্মী করে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দিনভর অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সাঁথিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ঈমান আলীর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে এ অভিযান শুরু হয়ে রাত ৭ টা পর্যন্ত চলে।
সাঁথিয়ার সিএনবি থেকে কাশিনাথপুর হয়ে বেড়ার কাজীরহাট ফেরিঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ঈদের সুযোগ নিয়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে অর্ধশতাধিক সিএনজি চালককে শারীরিক শাস্তি প্রদান করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ে বাস ও স্পিডবোটেও অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাড়া বেশি নেওয়ায় বাসের ও স্পিডবোটের অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেয়া হয়।
অপ দিকে অতিরিক্ত খাজনা/ হাসিল আদায়ের অভিযোগে সাঁথিয়ার কাশিনাথপুর কোরবানির পশুর হাটে অভিযান চালান সেনাবাহিনীর টিম। তারা ক্রেতাদের নিকট থাকা রশিদ ও মুড়িবই চেক করেন। সেখানে দেখা যায়, হাটের ইজাদার প্রতিটি গরু থেকে ৪০০/৫০০ টাকা বেশি আদায় করছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় ২০০ শত ক্রেতার অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়। পরে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদার মোস্তাফিজুর রহমান খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সেনাবাহিনীর অভিযানে যাত্রী ও গরু ক্রেতারা সন্তোষ্ট প্রকাশ করেন। তাদের দাবি, এ ধরণের অভিযান চলমান রাখতে হবে। অনেকেই প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
ইজারাদার মোস্তাফিজুর রহমান টিটুল জানান, আমি বার বার ক্রেতাদের খাজনার ব্যাপারে শর্তক করেছি। তার পরেও যদি তারা অতিরিক্ত খাজনা দেন তার দায় ভার আমার হতে পারে না।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, কাশিনাথাপুরে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযোগে সত্যতা পাওয়ায় ক্রেতাদের অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয় ও ইজাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।