বেশ কিছু দিন ধরে ‘নিদ্রাহীন’ রাত কাটাচ্ছেন উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের হাজার হাজার দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণির মানুষ। এর কারণ হলো- শত শত ভাতীয় নাগরিককে বাংলাদেশি বলে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে (পুশ ইন) পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ভারতের মুম্বাইয়ের নাগরিক সমাজের সংস্থা সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিসের (সিজেপি) প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।
সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মী তিস্তা শেতেলবাদের এই সংস্থা জানিয়েছে, আসামের ৩৩ জেলার সর্বত্রই নির্দিষ্টভাবে চিহিৃত করে ‘নারী, শিশু ও পুরুষিদের’ বেআইনিভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে।
তবে গত রোববার (১জুন) ওই সব ভারতীয় নাগরিকের অনেককে বাংলাদেশ থেকে ‘পুশ ব্যাক’ (ফেরত পাঠানো) করা হয়েছে বলেও সিজেপির ওই বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আসামে অন্তত ছয়জন নারীর সাক্ষাৎকার নিয়েছে এই সংস্থাটি।
সিজেপির প্রতিবেদনে যে ছয় নারীরর সাক্ষাৎকার প্রকাশ করেছে, তারা হলেন হাজেরা খাতুন, সোনা বানু, রহিমা বেগম, জাহানারা বেগম, আসিফা বেগম ও সাহেরা খাতুন।
ওই প্রতিবেদন তৈরিতে আসামের বেশ কিছু সাংবাদিক ও সমাজকর্মী অংশ নিয়েছেন বলেও জানানো হয়েছে।