৫ জুন, ২০২৫

ক্যাম্পাসে থাকা শিক্ষক-শিক্ষার্থী কর্মচারীদের জন্য গোবিপ্রবিতে হচ্ছে কুরবানি

ক্যাম্পাসে থাকা শিক্ষক-শিক্ষার্থী কর্মচারীদের জন্য গোবিপ্রবিতে হচ্ছে কুরবানি

পবিত্র ঈদুল আযহায় বাসায় না যেয়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পালনকারী সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য Al Quran & Cultural Study Club-GSTU এর পক্ষ থেকে গরু কুরবানির ব্যবস্থা করেছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আশপাশে অসহায় গরিব পরিবারের জন্যও ব্যবস্থা করেছে তারা।

Al Quran & Cultural Studies Club - GSTU এর  সভাপতি ও তার কয়েকজন সহকর্মী মিলে গতকাল বুধবার তারিখ  কাশিয়ানির বাজার থেকে এক বিশাল বড় ষাড় ক্রয় করেন।

সাক্ষাৎকারে জানা গেছে- গরুর মাংস প্রায় ৩.৫ মণ এর কাছাকাছি হতে পারে বলে তারা আশা করছে। তাদের মাংস বিতরণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে ঈদ পালনকারী শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গরীব পবিবারেও বণ্টন করবেন বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও প্রায় ৬০-৬৫ টি প্যাকেট বিতরণ করবেন এমন কথাও সাংবাদিকদের জানান।