৫ জুন, ২০২৫

শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। 

এতে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন। গড় পাশের হার ৭০ শতাংশ। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে ক্ষুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।

এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে।

বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ১২ ও ১৩ জুলাই নেওয়া অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫জন উত্তীর্ণ হন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল আজ প্রকাশ করা হয়।