বুধবার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমীকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমী জানান, কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২৫-২৬ মৌসুমে উল্লাপাড়া উপজেলার ১৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও ধান বীজ প্রদান করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী রোপা ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।