মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে দুইটি পৃথক গোয়েন্দা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তান সংগঠনের সন্ত্রাসী গোষ্ঠির ৭ সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের সেনাবানীর মিডিয়া শাখার ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে- মাচ ও মারগান্ড এলাকায় পরিচালিত এসব অভিযানে তারা নিহত হন।
পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, মাচ জেলায় এক অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আর মারগান্ডের সাধারণ এলাকায় দ্বিতীয় অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে। এছাড়া দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। নিহদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা দেশজুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল।