২৯ মার্চ, ২০২৩

নকল ওষুধ: ভারতে ১৮ কোম্পাানির লাইসেন্স বাতিল

নকল ওষুধ: ভারতে ১৮ কোম্পাানির লাইসেন্স বাতিল
ভারতে নকল ওষুধ তৈরির দায়ে ১৮টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। ড্রাগস কেন্টেওালার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ২০ রাজ্যের ৭৬ টি প্রতিষ্ঠানে অভিযান চালানোর পর এই সংস্থাগুলোর লাইসেন্স বাতিল করে। মঙ্গলবারর (২৮ মার্চ) ডিসিজিআই এর কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।